Inqilab Logo

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

কিশোর কুমারের বায়োপিক নির্মাণ করবেন ছেলে অমিত কুমার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১২:০৮ এএম

আগস্টের প্রথম সপ্তাহে কিশোর কুমারের জন্মদিনে গাঙ্গুলী পরিবারে কিংবন্তীসম গায়কের দুই ছেলে অমিত, সুমিত এবং তার স্ত্রী লীনা চন্দ্রভারকর সিদ্ধান্ত নিয়েছেন তারাই গায়কের জীবনী অবলম্বনে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করবেন। এর আগে অনেকবারই কিশোর কুমারের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করা হয়েছে। এই প্রচেষ্টায় শামিল ছিলেন সুজিত সরকার এবং অনুরাগ বসুও। শেষ পর্যন্ত তা আর ঘটেনি। অমিত বলেছেন, ‘আমার বরাবরের ইচ্ছা ছিল আমরাই বায়োপিকটি নির্মাণ করব। শেষ কথা হল কিশোর কুমারকে তার পরিবার ছাড়া আর ভাল কে জানে?’ প্রাথমিক প্রস্তুতি সম্পর্কে অমিত বলেন, ‘আমরা অচিরেই শুটিং শুরু করব, প্রথমে আমার পরিবারের সদস্যদের সাক্ষাতকার নিয়ে কাজ শুরু হবে। চিত্রনাট্য লিখতে বছর খানেক লেগে যাবে। সামনে দীর্ঘ আর কঠিন কাজ রয়ে গেছে।’ অমিত মনে করেন, শুটিংয়ে অনেক সময় লেগে যাবে। কে কিশোর কুমারের ভূমিকায় অভিনয় করবেন বা অমিত কুমারই ফিল্মটি পরিচালনা করবেন কিনা স্পষ্ট করে ঘোষণা দেয়া হয়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়োপিক


আরও
আরও পড়ুন