Inqilab Logo

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮, ৩০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কাশ্মিরে গণভোটের দাবিতে সোচ্চার হোন -ইসলামী ঐক্যজোট

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, মুসলিম অধ্যুষিত ভূ-স্বর্গ কাশ্মিরে ব্যাপক গণহত্যা, অত্যাচার, নির্মম নির্যাতন ও মুক্তিকামী মানুষের রক্তক্ষয়ী সংগ্রামে সুদীর্ঘ প্রায় ৭০ বছরের এক জলন্ত অগ্নিকু-। যার একমাত্র সমাধান সূদুর অতীতে জাতিসংঘ নির্দেশিত গণভোট অনুষ্ঠান। তাই কাশ্মিরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের জন্য বিশ^কে সোচ্ছার হতে হবে। আল্লামা আতহার আলী (রহ.) মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা কামরুজ্জামান রুকনের পিতা মরহুম শফিকুল ইসলাম বজলুর স্মরণসভায় সভাপতির বক্তব্যে ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা ডা. মাও. মু. শওকত আমীন পীরসাহেব বি-বাড়ীয়া। একথা বলেছেন। এতে আরো বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাও. মু. মোসাব্বির রহমান মোল্লা, মাও. মু. ইসমাইল বোখারী, স্বেচ্ছাসেবক নেতা মাও. এনামুল হক মাদানী প্রমুখ। বক্তারা বলেন, কাশ্মিরে গণভোট অনুষ্ঠানে জাতিসংঘের এগিয়ে আসা কর্তব্য। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নৃশংসতার বিরুদ্ধে সারা বিশ^কে স্বোচ্ছার হতে হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মিরে গণভোটের দাবিতে সোচ্চার হোন -ইসলামী ঐক্যজোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ