Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোয়াখালী জেনারেল সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১২:০৩ পিএম

২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৯টার দিকে হাসপাতালের ২নম্বর ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
চুরি যাওয়া ওই নবজাতক আব্দুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগম দম্পতির ছেলে। তারা নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার বাসিন্দা।
আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরও জানান, নবজাতকের মা জুলেখা বেগম শিশুকে বেডে রেখে ওয়াশরুমে গেলে শিশুটি চুরি হয় যায়। এরপর থেকে ঘণ্টা দুয়েক ধরে হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজেও সন্ধ্যান পাওয়া যায়নি। নবজাতককে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারে আমরা হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানিয়েছি।
সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নবজাতক চুরির বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ