Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেলিটক গ্রাহক সেবা না পাওয়ায় খুলনা নাগরিক সমাজের ক্ষোভ

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান টেলিটক’র গ্রাহক সেবা থেকে বঞ্চিত হওয়ায় খুলনা নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে জানানো হয় যেখানে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে সেখানে টেলিটক অন্তরায় হয়ে দাড়িয়েছে। অত্যন্ত সু-কৌশলে সরকারের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত আছে। দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থা গ্রাহকের ভোগান্তির কারণ হয়েছে। সেই সাথে গ্রাহক সেবার নামে চলছে ভÐামী। খুলনা কাস্টমার কেয়ার সেন্টারের উদাসীন কর্মকাÐ ভোগান্তির স্বীকার হচ্ছে গ্রাহকরা। টেলিটকের ইন্টারনেট মডেম প্যাকেজ ফ্লাশ রাউটার এর নামে যা হচ্ছে তা এক নতুন প্রতারণার নাম। অবিলম্বে টেলিটক খুলনার এরূপ কর্মকাÐের প্রতিবাদ এবং গ্রাহক হয়রানী বন্ধ করে নাগরিকদের গ্রহণযোগ্য সেবা প্রদান করার আহবান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আলহাজ আ.ফ.ম মহসীন, যুগ্ম-আহবায়ক ডা. এসএম ফরিদুজ্জামান, সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট’র আহবায়ক এসএম শাহনওয়াজ আলী, নাগরিক নেতা অধ্যাপক ভাস্কর শেখ সাদী ভূইয়া, খেলাঘর আসরের মাহফুজুর রহমান মুকুল, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রিয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, প্রশিকা’র আঞ্চলিক কর্মকর্তা বাকের আহমেদ, নিখিল কুমার বিশ্বাস, সুশাসনের জন্য নাগরিক-সুজন খুলনা মহানগর সম্পাদক আফজাল হোসেন রাজু, মোঃ সেলিম খান, ডা. এসএম হক, মাহবুব আলম বাদশা, কামরান হাচান মন্টু, অ্যাড. আরেফিন কবির প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিটক গ্রাহক সেবা না পাওয়ায় খুলনা নাগরিক সমাজের ক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ