Inqilab Logo

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ৩১ আশ্বিন ১৪২৮, ০৮ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক আগুনে ৫টি ঘর ভস্মীভূত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ২:০৩ পিএম

সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আগুনে পুঁড়ে গেছে ৫টি ঘর। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ইসমাইল জাগিদার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগ্নিকান্ডের সূত্রপাতের পর প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, একটি বসত ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরও ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পথে আমরা মাঝ পথ থেকে ফিরে আসি। স্থানীয় এলাকাবাসী জানায় তারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এরআগে ৫টি বসত ঘর পুড়ে যায়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ