Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দর্শকের প্রিয় তালিকায় ‘নেটওয়ার্কের বাইরে’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২১, ৩:৩২ পিএম

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি’তে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। বহুল প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি মুক্তির পর পরই দর্শকের প্রিয় তালিকায়। এরই মধ্যে আলোচনার কেন্দ্রে চলে এসেছে সিনেমাটি। যারাই দেখেছেন, তারাই প্রশংসা করেছেন। সাধারণ দর্শকের পাশাপাশি তারকারাও ওয়েব ফিল্মটির ইতিবাচক দিক নিয়ে কথা বলছেন।

গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ওয়েব ফিল্মটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নেটওয়ার্কের বাইরে’র পুরো টিমের প্রশংসা করে তিনি সবার উদ্দেশে এটিকে ‘মাস্ট ওয়াচ’ সিনেমা বলেছেন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, “মিজানুর রহমান আরিয়ানের গল্প বলার ধরনটা একেবারেই আলাদা। ‌‌‘নেটওয়ার্কের বাইরে’ তার প্রতিভার আরেকটা স্বাক্ষর। সাধারণভাবে বলা একটা সাধারণ গল্প। এটাই করা হয়তো সবচেয়ে কঠিন। চমৎকারভাবে সেটা করেছে আরিয়ান। এছাড়া দর্শকদের আহ্বান জানিয়ে সুবর্ণা মুস্তাফা বলেছেন, ‘এটা অবশ্যই দেখুন।’

চরকির এই ওয়েব ফিল্ম নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। রাতে তিনি ফেসবুকে লিখেছেন, ‘“নেটওয়ার্কের বাইরে” ওয়েব ফিল্মের জন্য দারুণ সাড়া পাচ্ছি। অনেক তাড়াতাড়িই আমি আমার অনুভূতি জানিয়ে দিলাম। অনুভূতি প্রকাশের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম বাংলা অরিজিনাল কনটেন্টের জন্য আশানুরূপ সাড়া জাগাবে। আগের রেকর্ডও ভাঙতে পারে। শুভকামনা নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবং তাঁর শুটিং ইউনিটকে।’

সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করা চার বন্ধুর আনন্দ-বেদনা আর ভ্রমণের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নেটওয়ার্কের বাইরে’। দেশের অন্যতম সুন্দর পর্যটন গন্তব্য কক্সবাজার ও সেন্টমার্টিনে ধারণ করা হয়েছে সিনেমাটির অধিকাংশ দৃশ্য। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, ইয়াশ রোহান, নাজিয়া হক অর্ষা, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, জোনায়েদ বোগদাদী প্রমুখ।

‘বড় ছেলে’ নামের নাটক নির্মাণ করে নতুন করে আলোচনায় আসা আরিয়ানও নিজের প্রথম সিনেমা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। সিনেমাটি মুক্তির আগে তিনি বলেছিলেন, ‘একটা কাজ তখনই সার্থক হয়, যখন সেটা দর্শকের ভালোবাসা পায়। সিনেমাটি মুক্তির পর আমরা সেই অপেক্ষায় থাকব।’

‘নেটওয়ার্কের বাইরে’ চরকির এ মাসের অরিজিনাল ফিল্ম। ছবিটি দেখার জন্য দর্শক মাসিক, ৬ মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দেখতে পারবেন। সাবস্ক্রিপশন কেনার মধ্য দিয়ে শুধু এই ছবিটিই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি সিনেমা, শর্টফিল্ম সহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট। দর্শকদের জন্য প্ল্যাটফর্মটি প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দিচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেটওয়ার্কে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ