কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে উদ্ধারকৃত মিনারুল হত্যার সাথে জড়িত আসামী তুফান গ্রেপ্তার

শনিবার বেলা ৩.০০ টার সময় কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম পুলিশ লাইনে আহুত এক সাংবাদিক
মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই করাতকল মালিক ও চায়না জালের উপর অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন উয়ার্শী ইউনিয়নের নগর ভাদগ্রাম পুরাতন হাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
এই সময় অবৈধ করাতকল মালিক নগর ভাদগ্রামে আনোয়ার হোসেন ও আজাহার মোল্যার কাছ থেকে ২০ হাজার টাকা ও চায়না জাল ব্যবহার করায় ওই গ্রামের অপর একজনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।