হাফেজ মোহাম্মদ হাসানের ইন্তেকালে প্রবাসীমন্ত্রীর শোক
প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম
স্টাফ রিপোর্টার : প্রবাসীর সন্তান পবিত্র কোরআনে হাফেজ মোহাম্মদ হাসানের মৃত্যুতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার একান্ত সচিব মুহাম্মদ মোহসিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুরের বাসিন্দা আবুধাবী প্রবাসী আলহাজ আবদুল মালেকের সন্তান মোহাম্মদ হাসান একজন মেধাবী ও পবিত্র কোরআনে হাফেজ ছিলেন। হাফেজ মোহাম্মদ হাসান দীর্ঘদিন কিডনীর সমস্যাজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি হাফেজ মোহাম্মদ হাসান ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রবাসী কল্যাণমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। হাফেজ মোহাম্মদ হাসানের বয়স ছিল ২৪ বছর এবং তিনি পিতা-মাতা ও চার ভাইবোন রেখে যান।