মোরেলগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, ইয়াবাসহ নারী গ্রেফতার
বাগেরহাটের মোরেলগঞ্জে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ মাহিমা আক্তার মৌ (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৮ মে) মোরেলগঞ্জ পৌরসভার
হাতিয়ায় নদীতে থাকা নৌকায় উঠতে গিয়ে মায়ের কোল থেকে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে।
নিখোঁজ লিমা আক্তার (২) উপজেরার সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সুখচর ইউনিয়নের বউবাজার পুরাতন চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নলচিরা ফাঁড়ির নৌ-পুলিশ ও কোস্টগার্ড।
স্থানীয় বেলাল হোসেন জানায়, সকালে শিশু লিমাকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সুখচর ইউনিয়নে যাচ্ছিলেন মা রিনা বেগম। খেয়াঘাট থেকে নৌকায় উঠতে গেলে পাড় ভেঙে মেরিনাসহ ১০-১২ জন নদীতে পড়ে যান। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও মায়ের কোল থেকে নদীতে পড়ে যাওয়া লিমাকে আর খুঁজে পাওয়া যায়নি।
হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, নিখোঁজ লিমাকে উদ্ধারে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।