মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গত
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : খেলার উন্নয়নের নামে গত ১ মাস ধরে চলমান হাউজি (জুয়া) ও লটারি বিক্রি বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌরবাসী। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় সকল শ্রেণী-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চলমান হাউজি ও পৌর মিলনাতায়ন চত্বরে কুটিরশিল্প বাণিজ্য মেলায় লটারি বিক্রি বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসময় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, সাবেক পৌর মেয়র আকবর আলীসহ বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে ঠাকুরগাঁওয়ে এমন জুয়া বাণিজ্য চলতে দেয়া যায় না। ফলে শিক্ষার্থীরা ভীষণভাবে ক্ষতির শিকার হচ্ছে। অবিলস্বে জুয়া বাণিজ্য বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।