Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া সেলের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৭:৫৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের দ্বিতীয় তলার ১৪৪নং কক্ষে মিডিয়া সেলের শুভ উদ্বোধন করেন। এ সময় ডা. মো. শারফুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সংবাদ মানুষকে আরো বেশি করে জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি আরো সুদৃঢ় করতে এবং দেশ-বিদেশে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মিডিয়া সেল চালু করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরো জোরদার হবে এবং বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডা. মো. জাহিদ হোসেন, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক, অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মো. রসুল আমিন, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, ভিসি’র পিএস ১ সহকারী অধ্যাপক ডা. মো. রাসেল, পিএস ২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী, ভিসি’র স্পেশাল এ্যাসাইনমেন্ট অফিসার ড. আশিকুর রহমান বিপ্লব, মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ

৫ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ