Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সংবাদ প্রকাশের জেরে বিক্রি বন্ধ নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১২ ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রির কার্যক্রম চলছে। ২৬ হাজার অনুমোদিত সুবিধাভোগী পরিবারের বিপরীতে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে প্রতি মাসে সপ্তাহে ৩ দিন চাল বিক্রয় করার কথা। অজ্ঞাত কারণে সেপ্টেম্বর ২০১৬ মাসের শেষ শুক্রবার ও অক্টোবরের শনিবার ও মঙ্গলবার উপজেলার কোথাও চাল বিক্রি করা হয়নি। উপজেলায় ৫৪ জনের ডিলারের প্রাপ্ততা থাকা সত্ত্বেও প্রতি ইউনিয়নে ২ জন করে মাত্র ২৪ জন ডিলার নিয়োগ করা হয়েছে। সপ্তাহে ৩ দিন যথাক্রমে শুক্রবার, শনিবার ও মঙ্গলবার সুবিধাভোগী পরিবারের মাঝে মাসিক ৩০ কেজি হারে ১০ টাকা কেজিতে চাল বিতরণের নির্ধারিত তারিখ থাকলেও উপজেলা খাদ্য কর্মকর্তা এবং ডিলারদের যোগসাজশে নয়-ছয় করার অভিযোগে গত ২ অক্টোবর দৈনিক ইনকিলাব পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়ে। তোলপাড় শুরু হয় প্রশাসনে। সুবিধাভোগীদের হাতে এখন পর্যন্ত কার্ড পৌঁছানো হয় নাই বিধায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। খাদ্যগুদাম কর্মকর্তা এবং ডিলারদের কাছে সুবিধাভোগীদের নামের তালিকা চাইলে দিতে অপারগতা প্রকাশ করে। পবিত্র ঈদের পূর্বে নিয়োগকৃত ডিলাররা নিজের ইচ্ছামাফিক তালিকা তৈরি করে জমা দেয়ার গুরুতর অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ডিলার জানান, ডি.ও না পাওয়ার কারণে চাল উত্তোলন করা সম্ভব হয়নি বিধায় বিক্রি করতে পারছি না। গতকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে জানতে উপজেলা খাদ্য কর্মকর্তা জয়নাল আবেদীন এর মোবাইলে ফোন করা হলে তিনি জানান, অফিসের কাজে ঢাকায় অবস্থান করছেন। গতকাল চাল বিক্রির নির্ধারিত দিন ধার্য থাকলেও এখানে কেন চাল বিক্রি করা হচ্ছে না এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গত ২ ও ৩ অক্টোবর বিভিন্ন পত্রপত্রিকায় চাল বিক্রির অনিয়মের সংবাদ প্রকাশিত হওয়ায় আপাতত চাল ডেলিভারী দেয়া বন্ধ রয়েছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তামিম আল ইয়ামীন জানান, চাল বিক্রি বন্ধ থাকার কথা নয়। তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির ঘটনা নিয়ে নান্দাইলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির খবর পত্রিকায় প্রকাশিত হওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এত করে গুটি কয়েক সরকারী কর্মকর্তা এবং নিয়োজিত ডিলারদের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে বলে মতামত ব্যক্ত করেছেন সচেতন মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ প্রকাশের জেরে বিক্রি বন্ধ নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ