Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়ায় বিষ্ণুমুর্তি উদ্ধার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ২:৪৩ পিএম

বগুড়ার শেরপুর থেকে একটি প্রাচীন বিষ্ণুমুর্তি উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামের একটি বাসা থেকে এটা উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সোমবার এই তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার গোঁড়তা গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে ওই বিষ্ণু মূর্তিটি পায় সবুজ শীল নামের এক কিশোর । এরপর মূর্তিটি তার বাড়িতে নিয়ে যায়।
ঘটনাটি জানার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানার পর তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানান।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম সহ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া কালো পাথরের ওই মূর্তির ওজন সাত কেজি ৩০০ গ্রাম।
তিনি আরো বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এটিকে বিষ্ণুমূর্তি বলে নিশ্চিত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিষ্ণুমুর্তি উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ