Inqilab Logo

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ০১ কার্তিক ১৪২৮, ০৯ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

ফরিদপুরে করোনায় প্রাণ গেল ৮ জনের

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ৯:৫০ পিএম

ফরিদপুর গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন এবং উপসর্গে আরও ৬ জনসহ মোট ৮ জন মারা গেছেন। একই সময়ে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮৮ শতাংশ।

গত ২৪ ঘন্টায় জেলার পিসিআর ল্যাবে শনাক্ত ৪৪ জনের মধ্যে ভাঙ্গায় তিনজন, বোয়ালমারীতে তিনজন, নগরকান্দায় একজন, মধুখালীতে নয়জন, সদরপুরে ছয়জন, চরভদ্রাসনে একজন, সালথায় একজন এবং ফরিদপুর সদরে ২০ জন রয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১০৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭৯ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০২ জন।

গত ২৮ আগস্ট, জেলার কোন হাসপাতালেই করোনায় এবং করোনার উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ