Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সেনবাগে ব্যক্তি উদ্যোগে হোসনা-হোসাইন টেকনিক্যাল ইনস্টিটিউট

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোসনা-হোসাইন টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যেগে গত মঙ্গলবার দুপুরে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কামরুল-জান্নাতুল কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. কামরুল ইসলাম। সালাউদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, আমেরিকা প্রবাসী ও পিপল এন্ড টেক-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবু বকর হানিফ, আমেরিকার নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক লাভলু আনছার, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট বিলকিস আরা বেগম, ট্রাস্টি বোর্ডের সদস্য গিয়াস উদ্দিন, দাগনভূঁইয়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাস্টার আবদুর রাজ্জাক, প্রতিষ্ঠাতা হাজী তোফায়েল হোসাইন, কল্যান্দী হাই স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বিএসসি, জয়নুল আবদিন ফারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস, ট্রস্টি বোর্ডের সদস্য ক্যাপ্টেন আবু সাইদ, অভিভাবক মো. সালা উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তানভির হোসেন, ছাত্রী মার জাহান বেগম, এশফাকুল হক মান্না মাদরাসার শিক্ষক মো. সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা উপজেলার প্রত্যন্ত এ এলাকায় শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: vঅভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ