Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৮ কোটি ৭০ লাখ টাকা মূল্যের দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার ভোরে দুটি পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবির টহল দল সদর ইউনিয়নের লেঙ্গুরবিল সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ ইয়াবা ভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। এছাড়া গতকাল বুধবার ভোরে বিজিবির উপ-অধিনায়ক আবু রাসেল ছিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মিয়ানমার থেকে ইয়াবা আসার গোপন সংবাদে সাবরাং মগপাড়া সংলগ্ন আলুগোলা চিংড়ি প্রজেক্ট এলাকায় অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পানবরজে ঢুকে পড়ে। এ সময় তাদের ধাওয়া করলে পাচারকারীরা একটি ছোট বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী লোকালয়ে দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ