Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব : দুতার্তে

ফিলিপাইনের বিদেশ নীতি পুনর্নির্মাণ করার ঘোষণা

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো। কারণ যুক্তরাষ্ট্র ফিলিপাইনে ব্যর্থ হয়েছে। ফিলিপাইনের বিদেশ নীতিও পুনর্নির্মাণ করছেন বলে তিনি উল্লেখ করেন। এর আগে বিতর্কিত সব মন্তব্য করে দফায় দফায় সমালোচিত হয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি এখন জাহান্নামে যাও। গত মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার দেশের কাছে কিছু সমরাস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তবে তিনি এতে গুরুত্ব দিতে রাজি নন। কারণ, চীন ও রাশিয়া ফিলিপাইনকে অস্ত্র সরবরাহে আগ্রহী। প্রসঙ্গত, গত সেপ্টেম্বেরে লাওসে আসিয়ান সম্মেলনের আগে ওবামাকে মা তুলে গালি দেন ফিলিপাইনের এ বন্দুকভক্ত প্রেসিডেন্ট। দুতার্তে বলেন, যুক্তরাষ্ট্রকে মানবাধিকার সম্পর্কে আলোচনার আগে সমস্যা সম্পর্কে বুঝতে হবে। তাদের কাছ থেকে মানবাধিকার বিষয়ক উপদেশ শুনতে ফিলিপাইন রাজি নয়। দুতার্তের গালি দেয়ার প্রবণতা অবশ্য নতুন কিছু নয়। ভ্যাটিকান সিটির পোপকেও গালি দিয়েছিলেন তিনি। আর সে কথা দুতার্তে নিজেই প্রকাশ্যে স্বীকার করেছেন। এক বক্তব্যে যানজট পরিস্থিতি নিয়ে একটি অভিজ্ঞতা তুলে ধরে দুতার্তে বলেন, আমরা যানজটে আটকে ছিলাম। পাঁচ ঘণ্টা ধরে এমন অবস্থা চললো। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা জানালো, রাস্তা বন্ধ। আমি জিজ্ঞেস করলাম কে আসছে। তারা জবাবে বললো, পোপ আসছেন। আমি তখন পোপকে... এর সন্তান বলে গালি দিলাম। বললাম দেশে ফিরে যাও। আর কখনও আমাদের দেশ সফরে এসো না। ১৯৮৯ সালে দাভাও-এর কারাগারে দাঙ্গার সময়ে এক অস্ট্রেলিয়ান নারী মিশনারিকে ধর্ষণ ও হত্যা করে কারাবন্দিরা। সে ঘটনাকে নিয়ে কৌতুক করে সমালোচনার মুখে পড়েন দুতার্তে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে দুতার্তে বলেছিলেন, ওই নারী এতটাই সুন্দর ছিল যে দাভাও-এর মেয়র হিসেবে তারও তাকে ধর্ষণ করতে ইচ্ছে হয়েছিল। দুতার্তে বলেন, আমি তার চেহারা দেখলাম। ভাবতে লাগলাম কতই না সুন্দর। তারা তাকে সারিবদ্ধ হয়ে ধর্ষণ করলো। আমি পাগল হয়ে গেলাম। সে ধর্ষিত ছিল কিন্তু অনেক বেশি সুন্দর। আমি ভাবলাম, মেয়রেরই সবার আগে তা (ধর্ষণ) করা দরকার ছিল। উল্লেখ্য, বন্দুকভক্ত হিসেবে পরিচিতি রয়েছে দুতার্তের। প্রেসিডেন্ট হওয়ার পরপরই শুরু হয় তার মাদকবিরোধী যুদ্ধ। দুতার্তে ফিলিপাইন থেকে মাদক পাচারকারীদের নির্মূলের পণ করেন। আর ওই অভিযানে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকা-ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন। মূলত এ নিয়ে মার্কিন প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয় ম্যানিলা। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব : দুতার্তে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ