Inqilab Logo

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১২ কার্তিক ১৪২৮, ২০ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

ঈশ্বরদীতে জলাশয় থেকে শিশুর লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩১ পিএম

আজ ৩ সেপ্টেম্বর'২১ দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার ফতে মোহাম্মদপুর বেনারসি পল্লির নিকটবর্তী জলাশয় থেকে রিজভী (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঐ এলাকার হোসেন বিন পাশার ছেলে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশুটি অসাবধানতাবশত কচুরিপানা ভর্তি জলাশয়ের পানিতে পরে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তার পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করেও প্রচুর পরিমানে কচুরিপানার কারণে নিখোঁজ শিশুর সন্ধান মেলে না। অবশেষে আজ দুপুর সোয়া ১২ টার দিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে শিশুটির লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন ভাসমান লাশটি দেখে তার পরিবার ও থানাকে অবহিত করলে ঈশ্বরদী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এটি পানিতে ডুবে মৃত্যু বলেই অফিসার ইনচার্জ আসাদুজ্জামান নিশ্চিত করেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর লাশ উদ্ধার

২৭ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ