রাজশাহী বাঘায় বিকাশের দোকান থেকে তিনলাখ টাকা ছিনতাই
রাজশাহীর বাঘার ছাতারি এলাকায় রিমন ইসলাম নামে এক ব্যক্তির বিকাশের দোকান থেকে দুই লক্ষ ৯৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় পর পার্শ্ববর্তী বলিহার
যশোরের শার্শায় প্রেমঘটিত কারণে মনিরুল ইসলাম নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার রাত ২টার দিকে উপজেলার নাভরন কাজিরবেড় গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার ভোর রাতে হঠাৎ পাশের বাড়ির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় তারা মটরসাইকেলে নিচে আগুনে পোড়া এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির নিচ তলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সাথে নিহত লোকটি প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানান। শার্শা থানার অফিসার ইসচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো পাঠায়। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়ার স্ত্রীসহ ৪ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় মামলা রেকর্ড করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।