Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে করোনা শনাক্ত আগের দিনের চেয়ে বাড়ল মৃত্যু আরো দুজনের

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৮ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন আগের দিনের তুলনায় সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় প্রায় ৩৩% বেড়ে ৬৫ থেকে ৮৮ জনে উন্নীত হয়েছে। তবে মৃত্যু সংখ্যা আগের দিনের মত দুজনই ছিল। এদিকে বরিশালে আক্রান্তের সংখ্যা সোমবারে ১৮ হাজার অতিক্রম করল। গত ২৪ ঘন্টায় বরিশাল সদর উপজেলা ও ভোলা শহরের গাজীপুর রেডে মৃত দুজনই নারী। এরমধ্যে ভোলায় মৃত নারীর বয়স ৯০ বছর। এনিয়ে চলতি মাসের ৬ দিনে দক্ষিণাঞ্চলে ৪৯৯ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হল ১২ জনের। তবে গত মাসের ৬ তারিখে দক্ষিনাঞ্চলে আক্রান্ত ৬২৪ জনের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

আর সোমবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে ২ লাখ ১ হাজার ৪৪ জনের নমুনা পরিক্ষায় সর্বমোট ৪৪ হাজার ২৫৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। ফলে দক্ষিনাঞ্চলে করোনা শনাক্তের গড় হার এখনো ২২.০১%। মৃত্যুহার এখনো ১.৫০%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ২৯৭ জন সহ দক্ষিণাঞ্চলে সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৩৯৫ জন। গড় সুস্থতার হার ৯১.৯৫%।
গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৮৮ জনের মধ্যে ২৮ জনই বরিশাল জেলায়। যার ১৬ জনই মহনগরীতে। এসময়ে জেলার সদর উপজেলার ৬০ বছর বয়স্কা এক নারী শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দিন চিকিৎসার পরে মারা গেছেন। এনিয়ে বরিশালে আক্রান্ত ১৮ হাজার দুজনের মধ্যে মৃত্যু হল ২২৩ জনের। যারমধ্যে বরিশাল মহানগরীতেই ১০ হাজার ২৯৬ জন আক্রান্তের মধ্যে ১০১ জনের মৃত্যু হয়েছে ইতোমধ্যে।
গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল ভোলোতে, ২৭ জন। এসময়ে ভোলা শহরের গাজীপুর রোডের ৯০ বছর বয়স্কা এক নারী জেনরেল হাসপাতালে মারা গেছেন। ফলে এ দ্বীপ জেলাটিতে ৬ হাজার ৬১৮ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হল ৮৯ জনের। পটুয়াখালীতেও এসময়ে নতুন করে ১০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও কোন মৃত্যু সংবাদ ছিলনা। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্ত ৬ হাজার ১২৬ জনে উন্নীত হল। জেলাটিতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ১০৭ জনের।
ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের সবচয়ে ছোট এ জেলাটিতে সংক্রমন হার এখনো সর্বধীক, ২৬.২৫%। জেলাটিতে এপর্যন্ত শনাক্তের সংখ্যা ৪ হাজার ৫৬৮। মারা গেছেন ৬৯ জন। এসময়ে বরগুনাতেও ৫ জনের দেহে করেনা সংক্রমন শনাক্তের ফলে জেলাটিতে মোট সংখ্যাটা ৩ হাজার ৭৬২’তে উন্নীত হল। দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যু হারের এ জেলাটিতে ইতোমধ্যে মারা গেছেন ৯৫ জন। গত ২৪ ঘন্টায় পিরোজপুরে ৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৫ হাজার ১৭৮ জনের মধ্যে মারা গেছেন ৮৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ