Inqilab Logo

রোববার, ২৩ জানুয়ারী ২০২২, ০৯ মাঘ ১৪২৮, ১৯ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

বৃহত্তর সিলেটের উন্নয়নে মনোযোগী হওয়ার জন্য এমপিদের প্রতি উদ্দাত্ত আহবান জানিয়েছে সিলেট গণদাবী পরিষদ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:০৪ পিএম

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক এক সভা আজ (সোমবার) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বৃহত্তর সিলেটের ১৯টি সংসদীয় আসনে নির্বাচিত সংসদ সদস্যদের বৃহত্তর সিলেটের স্ব স্ব এলাকায় উন্নয়নমূলক কাজে মনোযোগী হওয়ার জন্য উদ্দাত্ত আহবান জানান। সভায় বক্তারা সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে ৪ সেপ্টেম্বর তরিখে উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত এমপি তারুণ্যের অহংকার জননেতা হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানান, তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দক্ষিণ সুরম, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নে মনোযোগী হয়ে কাজ করার জন্য জোর দাবী জানান। সভায় বক্তারা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, জকিগঞ্জে নব উদঘাটিত গ্যাস কূপ সহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১০০% সিলেটি লোক নিয়োগের জন্য জোর দাবী জানান। সভায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, বর্ষিয়ান জননেতা এডভোকেট মোঃ লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল অদুদ, ডাঃ হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক এম.এ হান্নান, ইকবাল হোসেন আফাজ, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, ক্ষমা রাণী দে, রুনা বেগম, মারিয়ান চৌধুরী মাম্মি, আছমা বেগম, রাবিয়া আক্তার চৌধুরী রিয়া, রায়হান আহমদ, আব্দুল মুমিন লাহীন, কিরন বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ