Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তালেবানের মার্কিন স্বীকৃতি লাভ বহু দূর : বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের মার্কিন স্বীকৃতি লাভ এখনও বহু দূর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। এর আগে গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, তালেবানের স্বীকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনও তাড়া নেই। ওয়াশিংটন দলটিকে তাদের কর্মকান্ড দিয়েই বিচার করবে। গত মাসে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান ইস্যু নিয়ে কথা বলেন বাইডেন। এ সময় তিনি জানান, দলটির বিশ্বাস বা আদর্শগত জায়গায় কোনও পরিবর্তন এসেছে বলে তিনি মনে করেন না। এদিকে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনায় কাতার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন। সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান তিনি। সফরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাদবাকি উদ্ধার তৎপরতা নিয়ে দেশটির নেতাদের সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তালেবানের কোনও প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, অ্যান্টনি বিøঙ্কেন সরাসরি তালেবানের সঙ্গে বৈঠকে মিলিত না হলেও দলটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তাদের প্রতি ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিতে এই যোগাযোগের প্রয়োজন রয়েছে। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ