Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরাকের মাটি থেকে তুর্কি সৈন্য না সরালে যুদ্ধ : তুরস্কের প্রতি ইরাকি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, তুরস্কের সৈন্য যদি ইরাকের মাটিতে থাকে তাহলে সেটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরাক থেকে সামরিক বাহিনী প্রত্যাহার না করা হলে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে নামবেন বলে তিনি আঙ্কারার প্রতি হুঁশিয়ার উচ্চারণ করেন। এব্যাপারে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্বায়ত্তশাসিত কুর্দি আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রেসিডেন্ট মাসুদ বারজানির আমন্ত্রণে সেখানে সৈন্য পাঠিয়েছে। কেআরজি ও তুরস্ক পরস্পরের মিত্র। কিন্তু শিয়া প্রাধান্যপূর্ণ বাগদাদ সেখানকার সুন্নি প্রাধান্যপূর্ণ এলাকায় তুর্কি সৈন্যের উপস্থিতি মেনে নিতে পারছে না। আবাদি বলেন, আমরা কয়েকবার বলেছি, ইরাকি বিষয়াদিতে আমরা তুর্কি হস্তক্ষেপ মেনে নেব না। তুর্কি নেতৃত্বের আচরণ গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, গত বছর তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে আইএস দমনের উদ্দেশে ২ হাজার সেনা পাঠায় এবং তারা সেখানে এখনো অবস্থান করছে। তুরস্ক পার্লামেন্টে ইরাকের মসুলের সন্নিকটে আরো সৈন্য বাড়ানোর প্রস্তাব পাসের প্রেক্ষাপটে ইরাকের পক্ষ থেকে আঞ্চলিক যুদ্ধের এই হুঁশিয়ারি উচ্চারণ করল বাগদাদ। ইরাকি প্রধানমন্ত্রী গত বুধবার বলেন, উত্তর ইরাকের বাশিকা থেকে তুরস্ক তাদের সৈন্য প্রত্যাহার না করলে সহিংসতা বাড়ানোর ঝুঁকিতে থাকবে। অপর এক খবরে বলা হয়, এক সংবাদ সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ কথা বলেন উল্লেখ করে গত বুধবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই মন্তব্য সম্প্রচার করা হয়। ইরাক ও সিরিয়ার ভূখ-ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময়কাল আরো এক বছর বাড়ানোর প্রস্তাব তুরস্কের পার্লামেন্ট গত মঙ্গলবার অনুমোদন করে। সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিয়েই কথা বলার সময় আবাদি আঙ্কারাকে সতর্ক করে মন্তব্যটি করেন। আবাদি বলেন, ইরাকের বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমরা একাধিকবার তুরস্ককে বলেছি; এবং আমার আশঙ্কা, দেশটির এই বিপজ্জনক পদক্ষেপ আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। টেলিগ্রাফ, রয়টার্স, বিবিসি।



 

Show all comments
  • Salma ৭ অক্টোবর, ২০১৬, ১২:২৪ পিএম says : 0
    khali juddo ar juddo . ata sara kono kotha nai!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকের মাটি থেকে তুর্কি সৈন্য না সরালে যুদ্ধ : তুরস্কের প্রতি ইরাকি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ