Inqilab Logo

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ৩১ আশ্বিন ১৪২৮, ০৮ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

খুবি শিক্ষার্থীদের করোনাকালীন পরিবহণ ভাড়া সম্পূর্ণ মওকুফ ঘোষণা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৪ পিএম

করোনা সংক্রমণের ফলে খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা সময় শিক্ষার্থীদের দ্বিতীয় টার্মের পরিবহন ভাড়া মওকুফ করা হয়েছে। অর্থ কমিটির ৭৬তম সভার এ সংক্রান্ত সুপারিশ গতকাল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১৪তম সভায় অনুমোদন দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সিন্ডিকেটের সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষার্থীদের জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের আবাসিক হলের সিট ভাড়া মওকুফ করা হয়। এছাড়া এর পূর্ববর্তী বছরের অর্থাৎ করোনা প্রাদুর্ভাবের আগে জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত সিট ভাড়া প্রদানে বিলম্ব চার্জও মওকুফ করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ