Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোমস্তাপুরে জেলা প্রশাসকের ভাঙন এলাকা পরিদর্শন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা ও নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। গত শুক্রবার সকালে তিনি গোমস্তাপুর ও চৌডালা ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী প্রমুখ। মতবিনিময় সভায় তিনি অচিরেই চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বাল্য বিয়ে মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানান। এছাড়াও গোপনে বাল্য বিয়েতে জড়িত ব্যক্তিদের ২ বছর পর হলেও শাস্তির আওতায় আনা হবে। স্কুল খোলার পর অনুপস্থিত ছাত্রীদের বিষয়ে খোঁজ খবর নেয়া হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত লোকজনের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। পরে তিনি চৌডালা ইউনিয়নের মহানন্দা নদীর ভাঙন কবলিত দক্ষিণ ইসলামপুর গ্রাম পরিদর্শন করেন। সেখানে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রæত ব্যবস্থা নেবার জন্য জনগণকে আশ্বস্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ