Inqilab Logo

শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ১২ অগ্রহায়ণ ১৪২৮, ২১ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

প্রত্যাবর্তনে রোনালদোর জোড়া গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। আর এ অভিষেক ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তার জোড়া গোলে ম্যানইউ ৪-১ গোলের বড় জয় পেয়েছে।

রোনালদো এ ম্যাচটিতে মাঠে নামার মাধ্যমে রেকর্ড গড়েন। সেটি হলো সবচেয়ে লম্বা সময় পর ফের প্রিমিয়ার লিগে খেলা। রোনালদো প্রথমবার ম্যানইউ ছাড়েন ২০০৯ সালে। সে হিসেবে দীর্ঘ ১২ বছর পর ফের প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি।

ম্যাচটিতে ম্যানইউর হয়ে বাকি দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও জেসে লিঙ্গার্ড।

ম্যাচের ৪৫ মিনিটে প্রথম ও ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থানে উঠে এসেছে ম্যানইউ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৬ নভেম্বর, ২০২১
২২ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন