Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জামালপুর সদরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪২ পিএম

এনআরবিসি ব্যাংক জামালপুর সদরে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। রোববার (১২ সেপ্টেম্বর) উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

প্রধান অতিথি মির্জা আজম বলেন, এনআরবিসি ব্যাংক তার সেবার মাধ্যমে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করবে-এটিই আমাদের প্রত্যাশা। এখনও ব্যাংকিং সেবা থেকে যারা বঞ্চিত, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা তাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে ব্যাংকটি কাজ করছে। গ্রামীণ উন্নয়ন, গ্রামে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকটি ঋণ কার্যক্রম জোরদার করবে বলে আমি বিশ্বাস করি। সরকারের বেশ কয়েকটি সেবামূলক কাজের অংশিদার হয়ে এনআরবিসি ব্যাংক কাজ করায় ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন বলেন, হস্তশিল্পের জন্য প্রসিদ্ধ এই জেলার উন্নয়নে ব্যাংকগুলোর কাজের সুযোগ রয়েছে। এই সময় তিনি কৃষিশিল্প বিকাশেও এনআরবিসি ব্যাংক কাজ করবে বলে আশা করেন।

অনুষ্ঠানে ব্যাংকের মাদারগঞ্জ শাখার ব্যাবস্থাপক মাহাদী হাসান, জামালপুর উপশাখার ইসচার্জ মামুনুর রশিদ, গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআরবিসি ব্যাংক

২৪ সেপ্টেম্বর, ২০২২
৩ সেপ্টেম্বর, ২০২২
২০ আগস্ট, ২০২২
১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ