Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সমর্থকদের প্রতি ৩০ অক্টোবর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান ইমরানের

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাজধানী অচল করে দেয়ার হুমকির পর দুর্নীতিবিরোধী আন্দোলন
ইনকিলাব ডেস্ক : তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান মহররম উপলক্ষে রাজধানী ইসলামাবাদকে অচল করে দেয়ার হুমকি প্রদানের কয়েকদিন পর গত বৃহস্পতিবার তার সমর্থকদের দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য ৩০ অক্টোবর ইসলামাবাদে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই। সবাই ঘর থেকে বের হয়ে আসুন। গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে উদ্দেশ্য করে নিজের দলীয় সভায় ইমরান খান বলেছিলেন, রাজধানী থমকে গেলে সেজন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রীই। চলতি বছরের এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) পানামা পেপারস লিকে পাকিস্তানের ৬৪০ জনের নাম প্রকাশ করেছে, যাদের অফসোর অ্যাকাউন্ট আছে। তিনি বলেন, হয় নওয়াজ শরিফ পদত্যাগ করে দলের কারও হাতে ক্ষমতা হস্তান্তর করুক, নয় তদন্তের মুখোমুখি দাঁড়াক। কাশ্মীর বিষয়ে পার্লামেন্টের যৌথসভা বয়কট করে ইমরান খান বলেন, তিনি নওয়াজের সঙ্গে একই সময়ে সমর্থনের করমর্দন ও তার বিরুদ্ধে সেøাগান দিতে পারেন না। তিনি বলেন, বিলওয়াল ভুট্টো সেটা পেরেছেন। তিনি নওয়াজের বিরুদ্ধে যেমন সেøাগান দিচ্ছেন, তেমনি তার সঙ্গে একমতও হচ্ছেন। ইতোমধ্যে পিটিআই প্রধান পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-কে এমকিউএম দলের মাইনাস-ওয়ান ফর্মুলা অনুসরণ করার এবং আসিফ আলী জারদারি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, তাহলে পিপিপি রাজনৈতিকভাবে টিকে থাকবে। কারণ দলটির ধ্বংসের মূলে রয়েছেন জারদারি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমর্থকদের প্রতি ৩০ অক্টোবর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান ইমরানের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ