Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যশোরে নারীর ব্যাগ থেকে টাকা হাতানোর সময় কিশোর আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৬:১৬ পিএম

যশোরে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা হাতানোর সময় মো. আজিম (১২) নামে এক কিশোরকে ধরে পুলিশে দিয়েছেন জনতা। সোমবার বেলা ১২টার দিকে শহরের দড়াটানায় এই ঘটনা ঘটে। আটক আজিম নড়াইল জেলা সদরের তুলারামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

যশোর শহরতলির চাঁচড়া ইউনিয়নের গোয়ালদহ গ্রামের জনৈক মো. কুদ্দুসের স্ত্রী রওশনারা বেগম অভিযোগ করেন, আজ সকালে তিনি জেনারেল হাসপাতাল থেকে করোনাভাইরাসের টিকা নিয়ে ফিরছিলেন। দড়াটানা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় আজিম নামে ওই ছেলেটি তার ভ্যানিটি ব্যাগে থাকা এক হাজার ২০০ টাকা হাতিয়ে নেয়। কিন্তু জনাকীর্ণ ওই এলাকায় থাকা লোকজন টাকাসহ কিশোরকে ধরে ফেলেন।

কোতয়ালী থানার এসআই মো. সেকেন্দার বলেন, অভিযোগকারী ও অভিযুক্ত- দুইজনকেই থানায় আনা হয়েছে।

প্রশ্ন করলে অভিযুক্ত আজিম বলে, ‘আমি ১২০০ টাকা না, ৪০০ টাকা নিয়েছিলাম। সে টাকা ফেরত দিয়ে দিয়েছি।’

কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ