Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুরাদনগরে দিন-দুপুরে বিকাশ এজেন্টের টাকা ও মোবাইল ছিনতাই!

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৬ পিএম

কুমিল্লার মুরাদনগরে দিন-দুপুরে এক বিকাশ এজেন্টের ১২ লাখ টাকা ও ৮টি মোবাইল ছিনতাই হয়েছে। সোমবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডের কুমিল্লা ট্রান্সপোর্ট অফিসের পাশে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী বিকাশ এজেন্টের মালিক আল-আমিন (৩০) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সে নবীপুর পূর্ব ইউনিয়নের গকুল নগর গ্রামের শহীদ মিয়ার ছেলে।

ভুক্তভোগী আল-আমিন বলেন, প্রতিদিনের মতো সোমবার সকাল আনুমানিক ৯টায় দোকান খুলতে যাই। দোকান খোলার সময় পাশে রাখা মোবাইল ও টাকা ভর্তি ব্যাগটি চোখের পলকে কে-বা কারা নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করতে পারেনি। টাকা ও মোবাইল না পেলে আমাকে পথে বসতে হবে। কেননা ধার-কর্জ করে এ ব্যবসা দাঁড় করিয়েছি।

মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, বিষয়টির জোর তদন্ত চলছে। আশা করছি টাকা ও মোবাইল সহসাই উদ্ধার হবে।



 

Show all comments
  • Burhan uddin khan ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৬ পিএম says : 0
    Beside the bikash agent required security staff...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ