Inqilab Logo

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

যশোরে সশরীরে ২৯ সেপ্টেম্বর থেকে যবিপ্রবির স্নাতক শ্রেণির পরীক্ষা শুরু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৯:২৮ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে স্নাতক শ্রেণির চতুর্থ ও তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় ও প্রথম বর্ষের পরীক্ষাসমূহ অক্টোবর মাসের শেষ দিকে শুরু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) যবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সভায় সশরীরে স্নাতক শ্রেণির পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বর্তমানে যবিপ্রবির স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা চলছে।

সভায় জানানো হয়, সেশন জট দূরীকরণ ঝুঁকি থাকলেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শ্রেণির পরীক্ষা গ্রহণ করা হবে। স্ব স্ব বিভাগের শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা গ্রহণ করা হবে। যে সকল শিক্ষার্থী আবাসিক হলে উঠতে চান, তাদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট বরাবর আবেদন করতে হবে। আগামী ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে এসে তাদের নমুনা দিতে হবে। নমুনা নেগেটিভ হওয়া সাপেক্ষে ২৮ তারিখ থেকে তারা হলে থাকতে পারবেন। কোনো শিক্ষার্থীর করোনা পজিটিভ হলে তাদেরকে বাড়ি যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় যশোরের মধ্যে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেওয়া হবে। সভায় আগামী অক্টোবর মাসের শেষের দিকে দ্বিতীয় ও প্রথম বর্ষের পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য এই দুই বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিশেষায়িত বিভাগ এবং হাসপাতালে বাস্তব অভিজ্ঞতা অর্জনে জন্য থাকা প্রয়োজন বিধায় ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগে অধ্যয়নরত প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষাসমূহ ২৯ সেপ্টেম্বর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ফার্মেসি বিভাগে স্নাতক শ্রেণিতে পাঁচ বছরের প্রোগ্রাম থাকায় সেখানে পাঁচটি বর্ষের শিক্ষার্থী রয়েছেন। তাই এ বিভাগে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে পঞ্চম ও চতুর্থ বর্ষ এবং অক্টোবর মাসের শেষের দিকে বাকি তিনটি বর্ষের পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের বিষয়ে স্ব স্ব বিভাগ থেকে বিস্তারিত সূচিও ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সকল বর্ষের সকল পরীক্ষা সমাপ্ত করা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ