শ্রীনগরে বিচার প্রার্থীর কান ছিরে ফেললেন নারী ইউপি সদস্য

শ্রীনগর উপজেলায় বিচার প্রার্থীর কান ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে ষোলঘর ইউপি সদস্য ফিরোজা বেগমের বিরুদ্ধে।
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিসি প্রফেসর ড. গোলাম মাওলা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গুলশান এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না-লিল্লাহি............রাজিউন)
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক শোকবার্তায় সাবেক ভিসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
প্রফেসর ড. গোলাম মাওলা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভিসির দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জন্মমগ্রহণ করেন। প্রফেসর ড. গোলাম মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।