Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোয়া লাখ মানুষ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তানে তালেবানের উত্থানকে কেন্দ্র করে দেশটি থেকে এক লাখ ২৪ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি ইতিহাসের সবচেয়ে বড় এয়ারলিফটগুলোর মধ্যে একটি। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। তিনি জানান, সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের কূটনীতিক, সামরিক বাহিনীর সদস্য এবং গোয়েন্দা সংস্থার কর্মীরাও রয়েছে। এর আগে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালেবান সরকারের স্বীকৃতি নিয়েও কথা বলেন নেড প্রাইস। তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের এখনই কোনও প্রস্তুতি নেই। তবে মার্কিন স্বার্থ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। তালেবানের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে বাইডেন প্রশাসনের পরিকল্পনা জানতে চাইলে নেড প্রাইস বলেন, ‘স্বীকৃতি এবং বৈধতার মতো বিস্তৃত ইস্যুর সঙ্গে যোগাযোগের একটা পার্থক্য আছে।’ তিনি বলেন, টআপনারা আমাদের কাছ থেকে শুনে থাকবেন, অন্য সরকারের কাছ থেকেও শুনে থাকবেন যে, আমাদের জাতীয় স্বার্থে তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার দরকার পড়লে আমরা তা করবো।’ আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে জানতে চাইলে মার্কিন মুখপাত্র নেড প্রাইস বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসলামাবাদ তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ