Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্মিত হচ্ছে গায়িকা এমি ওয়াইনহাউসের বায়োপিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

পরলোকগত গায়িকা এমি ওয়াইনহাউসের জীবনী চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ড্যাফনি বারাকের ২০১০ সালে প্রকাশিত নন-ফিকশন ‘সেইভিং এমি’ অবলম্বনে হ্যালিকন স্টুডিওস চলচ্চিত্রটি প্রযোজনা করবে। ড্যাফনি বারাক চলচ্চিত্রটি নির্মাণে নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। এটি বস্তুত ওয়াইনহাউসকে নিয়ে বেশ কয়েকটি উদ্যোগের একটি; এর মধ্যে আছে আসিফ কাপাডিয়া পরিচালিত এটোয়েন্টিফোর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘এমি’; ২০১৫’র কান চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছে। ‘আমাদের টিম এই প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। মৃত্যু তার ক্যারিয়ারের যবনিকা টানলেও, এমি ছিলেন তার প্রজন্মের কণ্ঠস্বর, আমরা যতটা সম্ভব সৎভাবে তার কাহিনী উপস্থাপন করার চেষ্টা করছি,’ হ্যালিকন স্টুডিওসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ইলেন্ডার এক ভাষ্যে বলেন। গ্র্যামি জয়ী ব্রিটিশ রেট্রো-সোল গায়িকা এমি ২০১১’র জুলাইতে মাত্র ২৭ বছর বয়সে মারা যান। দুর্ঘটনাক্রমে অ্যালকোহল বিষক্রিয়ায় তার মৃত্যু হয় বলে পরে প্রমাণিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ