কাপ্তাই দীর্ঘ ৮মাসপর ইউপি সদস্যর শপথ গ্রহণ

রাঙামাটির কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সাধারন ইউপি সদস্যর দীর্ঘ ৮মাসপর শপথ গ্রহণ করা
রাজশাহীর পবা উপজেলায় করোনাভাইরাসের টিকা নেয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে জিন্নাতুন নেসা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পবা উপজেলার দারুসা সাহাপাড়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। গত সোমবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বাসরি জানান, সোমবার দুপুর ২ টার দিকে জিন্নাতুন নেসা চীনের সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। রাতে তিনি মারা যান। জিন্নাতুনের মৃত্যুর পর মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুপুরে কমিটি তদন্তের প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মারা গেছেন। আগে থেকে তার শ্বাসকষ্টও ছিল।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এটা টিকা নেওয়ার কারণে তার মৃত্যু নয়। টিকা নেওয়ার কারণে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সর্বোচ্চ ২ থেকে ৫ ঘণ্টার মধ্যে হয়। জিন্নাতুন নেসা দুপুরে টিকা নিয়েছেন। গভীর রাতে মারা গেছেন। সময়ের ব্যবধান অনেক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।