Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেনসিডিলসহ আটক

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার ৯৯৯ বোতল ফেনসিডিল ও ৩টি ইয়াবাসহ ১ জনকে আটক করেছেন। দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ নুরুল আমিন বৃহস্পতিবার রাত ৮টায় গোপন সূত্রে সংবাদ পেয়ে খিয়ারতলী এলাকার ধান ক্ষেতে ওঁৎ পেতে থাকলে চোরাকারবারীরা একটি পোটলা নিয়ে যেতে থাকে। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে পোটলা ফেলে পালিয়ে যায়। বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীদের ফেলে যাওয়া পোটলাটি উদ্ধার করে ক্যাম্পে এনে ৬৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে ফুলবাড়ী ২৯ বিজিবির টহল দল নিয়মিত অভিযান চালিয়ে গত ৪ অক্টোবর বিরামপুর থেকে ১৩০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল এবং দাইনুর ক্যাম্প কমান্ডার গত ৫ অক্টোবর সীমান্তে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৩টি ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেন। আটককৃত ব্যক্তি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ দাইনুর গ্রামের মোঃ সাহিনুর আলম (৩৫) বলে জানা যায়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কোরবান আলীর সাথে কথা বললে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিলসহ আটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ