Inqilab Logo

রোববার, ০৫ ডিসেম্বর ২০২১, ২০ অগ্রহায়ণ ১৪২৮, ২৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে ন্যনাসির বিয়ে সম্পন্ন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি বেশ আক্ষেপের সুরেই বলেছিলেন, তার গায়ে হলুদ হয়নি, বউ সাজতে পারেননি। ফলে ঘোষণা দিয়েছিলেন, নতুন বিয়ের সময় বিয়ের অনুষ্ঠান বেশ জাঁকজমকের সাথে করবেন। ঘোষণা অনুযায়ী, তাই করেছেন। এবারের বিয়েতে তার গায়ে হলুদ হয়েছে। বিয়ের অনুষ্ঠানও জাঁকজমকপূর্ণভাবে করবেন। গত মঙ্গলবার তার গায়ে হলুদ হয়েছে এবং গতকাল গুলশানের একটি কনভেনশন হলে তার বিবাহোত্তর সংবর্ধনা হয়েছে। ন্যানসি ফেসবুকে তার গয়ে হলুদের কিছু ছবিও প্রকাশ করেছেন। গায়ে হলুদের অনুষ্ঠানে বর-কনে দুজনই সেজেছেন হলুদ সাজে। ন্যানিস পরেছেন হলুদ লেহেঙ্গা। তার বর মেহেদীর পরনে ছিল হলুদ রঙা পাঞ্জাবি ও কটি। হাস্যোজ্জ্বল সে আয়োজনে অংশ নিয়েছেন দুই পরিবারের সদস্যরাও। এতে বোঝা যায়, তার গায়ে হলুদের আয়োজনটি বেশ জাঁকজমকের মাধ্যমেই হয়েছে। এর আগে গত মাসের শেষ সপ্তাহে গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। পারিবারিক আয়োজনে তার আকদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যনাসির বিয়ে সম্পন্ন
আরও পড়ুন