Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিশু মিলির বাবা-মায়ের সন্ধান চায় পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

ঠিকানা হারিয়ে পুলিশের আশ্রয়ে থাকা শিশু মিলির বাবা-মায়ের সন্ধান চেয়েছে পুলিশ। সে বর্তমানে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে আছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির বয়স আট বছর, গায়ের রং শ্যাম বর্ণ ও উচ্চতা চার ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল সাদা রঙের স্কাট এবং সবুজ বল প্রিন্টের ওড়না। গত সোমবার মিলিকে রাজধানী উত্তরার সাত নম্বর সেক্টরের মাস্কট প্লাজার সামনে থেকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানার টহল পুলিশ। গতকাল বুধবার তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার এসব তথ্য জানায়।
পুলিশের একজন কর্মকর্তা জানান, শিশুটির নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তার বাবার নাম আল-আমিন ও মায়ের নাম শারমিন বলে জানায়। সব শুনে উত্তরা পশ্চিম থানার টহল পুলিশ শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে পাঠায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ বিষয়ে সোমবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শিশুটির কোনো স্বজনের সন্ধান পেলে বা ঠিকানা জানলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ