Inqilab Logo

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১০ কার্তিক ১৪২৮, ১৮ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৯ পিএম

কবির হাট পৌরসভা এলাকায় নানার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ হোসেন রিপাত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সাজ্জাদ হোসেন রিপাত সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মোহাম্মদ আবদুল্যাহ ফারুকের ছেলে। সে স্থানীয় শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার সকাল ১০টার টার দিকে কবির হাট পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের নুর নবীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে তার নানার সাথে নানার বাড়িতে বেড়াতে যান। সকালে ঘুম থেকে উঠে ঘরের পাশ দিয়ে মুখ দোয়ার জন্য পুকুরে যাওয়ার সময় ঘরের টিনে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্টে সে অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তার নানা তাকে উদ্ধার করে কবির হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় অবহিত করেনি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখছি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


আরও
আরও পড়ুন