Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের বিপক্ষে জয় থেকে টনিক!

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ সবার আগে পেয়েছে উইন্ডিজ যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অবতীর্ণ হওয়ার প্রায় ২ সপ্তাহ আগেই বাংলাদেশের মাটিতে পা রেখেছে ক্যারিবীয় দলটি। বাংলাদেশের কাছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে প্রস্তুতিতেও সন্তুষ্ট হতে পারেনি তারা। অথচ, সেই দপ্টই কিনা কোয়ার্টার ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সেমিফাইনালে। বিতর্কিত রান আউটে গ্রুপ রাউন্ডে জিম্বাবুয়ের বাধা পেরিয়ে অন্য এক ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল হাজির।
সে কারণেই সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে অবতীর্ণ হওয়ার আগে এক মাস আগে এই প্রতিপক্ষের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা সামনে আনতে চান না উইন্ডিজ কোচ। বরং ধীরে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে  পাকিস্তানকে হারানোই নাকি এই দলটির জন্য বড় টনিক হয়ে করছে কাজ। দলটির কোচ গ্রায়েম ওয়েস্টÑ‘পাকিস্তানের বিপক্ষে ইতিবাচক ফল পেয়ে  আমরা অনেক বেশি আত্মবিশ্বাস অর্জন করেছি। এখানে এসে বাংলাদেশের কাছে ৩ ম্যাচ হেরে আমাদের যাত্রাটা শুরু হয়েছে। ওই ব্যাপারটি নিয়ে আমরা সতর্ক। গত ৩ সপ্তাহ ধরে আমরা কতোটা এগিয়েছি, সেটাই দেখাতে চাই। এই কন্ডিশনের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। যে কম্বিনেশন নিয়ে খেলছি, তাতে এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। কখন কি দরকার খেলোয়াড়রা তা বুঝতে শিখেছে। ক্যারিবীয় থেকে বাংলাদেশে  এসে খেলাটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই জানতাম বাংলাদেশের বিপক্ষে  ওই তিনটি ওয়ানডে ম্যাচ এবং ২টি অনুশীলন ম্যাচ দিয়ে আমরা আমাদেরকে প্রস্তুত করতে পেরেছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়রা যা দেখিয়েছে তাতে বাংলাদেশের বিপক্ষে সফল হতে কি কি দরকার, তা জেনে গেছি।’
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২টি ওয়াানডে সিরিজের ২টিতেই উইন্ডিজ যুবারা পর্যুদস্ত হয়েছে স্পিনে। ২০১৩ সালের অক্টোবরে নিজেদের মাটিতে অনুষ্ঠিত ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে শীর্ষ উইকেট শিকারী ৪ বোলারের ৪জনই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার। গত জানুয়ারিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও সেরা তিন বোলারই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তিন স্পিনার। অফ স্পিনার সনজিত নিষিদ্ধ, তারপরও বাঁ হাতি স্পিনার সালেহ আহমেদ শাওন এবং তিন অফ স্পিনার জনি, মিরাজ ও সাইদ সরকারের কম্বিনেশন নিয়ে গড়া ভয়ংকর স্পিন অ্যাটাককে নিয়ে ভয় পাচ্ছেন না উইন্ডিজ অধিনায়ক। এমনকি বাংলাদেশের বিপক্ষে অতীতের ২টি  সিরিজ ও ভাবছে না উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক শিমরন হেডমেয়ারÑ ‘যতটুকু সম্ভব আমরা অনুশীলনে স্পিন খেলার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য ভালো। বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত।’
শুধু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলই নয়, আজ উইন্ডিজ যুবাদের প্রতিপক্ষ বাংলাদেশের দর্শকও। মিরাজদের সমর্থন দিতে আজ জড়ো হবে স্টেডিয়াম ভর্তি দর্শক। তা যে অস্বস্তি দিবে বাড়িয়ে, তার সঙ্গে দ্বিমত পোষন করছেন না ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কÑ‘আমাদের দলের অধিকাংশ ক্রিকেটার এতো দর্শকের সামনে কখনও খেলেনি।  যখন দর্শকরা আমাদের উৎসাহ যোগাবে না; তখন আমরা খুব বেশি স্বস্তিতে থাকবো না এটাই স্বাভাবিক! তবে বিষয়টিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বেসিক ঠিক রেখে খেলাকেই দিচ্ছেন গুরুত্ব উইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কÑ ‘হ্যাঁ, বাংলাদেশকে হারাতে আমরা পারব। দলের সবাই তাদের মূল কাজটা ঠিকভাবে করতে পারলে আমাদের জেতার ভালো একটি সুযোগ আছে।’
বাংলাদেশকে হারাতে পারবেন বলেই আত্মবিশ্বাস হেটমায়ারের। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা পারব। দলের সবাই তাদের বেসিক কাজটা ঠিকভাবে করতে পারলে আমার মনে হয় আমাদের জেতার ভালো একটা সুযোগ আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের বিপক্ষে জয় থেকে টনিক!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ