Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্ব নেতাদের টিকা নেয়ার বিষয়ে সন্দেহ, বিপাকে জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বিশ্ব নেতারা করোনাভাইরাসের টিকা নিয়েছে কি না সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। বুধবার এতে চিন্তিত হয়ে পড়েছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বিশ্ব নেতারা টিকা নিয়েছেন কি না সে বিষয়ে তিনি তাদের জিজ্ঞেস করতে পারেন না। অপরদিকে নিউইয়র্ক জানিয়েছে, জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে বসতে হলে বিশ্ব নেতাদের টিকা নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। আগামী সপ্তাহে এক ডজনের বেশি রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও অসংখ্য ক‚টনীতিক নিউইয়র্কে জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বসার অপেক্ষায় রয়েছেন। করোনাভাইরাসের কারণে অনেক নেতা বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। এ জন্য তারা ভিডিও বার্তা পাঠাচ্ছেন। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ কড়াভাবে জাতিসংঘকে বলেছে, সাধারণ সম্মেলনকক্ষে প্রবেশের আগেই টিকা নেওয়ার সনদপত্র অবশ্যই দেখাতে হবে। এটাই নিয়ম। কিন্তু সংস্থাটির মহাসচিব গুতেরেস রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতে বলেছেন, একজন রাষ্ট্রপ্রধানকে আমরা বলতে পারি না যে তিনি টিকা নিয়েছেন কিনা। আমরা তাদের বলতে পারি না, টিকা না নিলে তিনি জাতিসংঘের কক্ষে ঢুকতে পারবেন না। ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরটি আন্তর্জাতিক ভ‚মি হিসেবে স্বীকৃত। সেখানে মার্কিন আইন প্রযোজ্য নয়। তবে মহামারি প্রশ্নে আগেই স্থানীয় ও জাতীয় নির্দেশনা মেনে চলার প্রতিশ্রæতি দিয়েছিলেন জাতিসংঘ কর্মকর্তারা। গুতেরেস বলেছেন, আমাদের টিকা নেওয়া লোক সবচেয়ে বেশি কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে শহর কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। নিউইয়র্ক মেয়রের কার্যালয় আমাদের টিকা দেওয়ার ক্ষমতা দিয়েছে। তাই আগত লোকজন (জাতিসংঘেই) টিকা নিতে পারবেন। গত বছর করোনাভাইরাস মহামারির কারণে সশরীরে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে অংশ নেননি বিশ্ব নেতারা। নিজ অবস্থান থেকে ভিডিওবার্তা পাঠিয়েছিলেন তারা। নিউইয়র্কের মেয়র জানিয়েছেন, আগামী সপ্তাহে জাতিসংঘ সদর দফতরের বাইরে করোনা টেস্ট ও জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা দেয়ার ব্যবস্থা রাখবে শহর কর্তৃপক্ষ। এছাড়া, জাতিসংঘে টিকাগ্রহণের প্রমাণপত্র রাখার পক্ষে মত দেয়ায় সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লা শহিদকে ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ