Inqilab Logo

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ০১ কার্তিক ১৪২৮, ০৯ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

কোহলিকে নিয়ে রটা গুঞ্জনটি সঠিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৯:০২ পিএম

বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়বেন বলে যে গুঞ্জনটা শোনা গেছিল সেটি অবশেষে সত্য বলে প্রমাণিত হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেবেন তিনি। আজ বৃহস্পতিবার টুইটারে এক পোস্টের মাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন বিরাট কোহলি। তার জায়গায় এখন বসবেন রোহিত শর্মা।

এ ব্যাপারে কোহলি তার পোস্টে লিখেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান, শুধু ভারতের হয়ে খেলতে পেরে নয়, আমার সর্বোচ্চটা দিয়ে ভারতকে নেতৃত্ব দিতে পেরেও। এই পথচলায় যারা আমার পাশে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। তাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচক কমিটির সকলকে ধন্যবাদ জানাই।’

‘কাজের চাপ অনেক বড় বিষয় এটি বুঝতে পেরে ও গত ৮-৯ বছর ধরে কাজের চাপের বিষয়টি দেখে, তিনটি ফরমেটেই গত চার পাঁচ বছর ধরে টানা খেলে আমি বুঝতে পেরেছি, আমার নিজেকে সময় দিতে হবে। অধিনায়ক হিসেবে ওয়ানডে ও টেস্টের প্রতি বেশি মনযোগ দিতে হবে। আমি টি-টোয়েন্টির অধিনায়ক থাকা অবস্থায় আমি সর্বোচ্চটা দিয়েছি। এখন টি-টোয়েন্টিতে একজন ব্যাটসম্যান হিসেবে সামনের দিকে এগিয়ে যাব।’

টি-টোয়েন্টিতে ভারতে ৪৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর মধ্যে জয় পেয়েছেন ২৭টি ম্যাচে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ