শুধু ঈদে নয় সারাবছরই সিনেমা মুক্তি দিতে হবে-রোজিনা

সরকারি অনুদানপ্রাপ্ত ‘ফিরে দেখা’ একটি সিনেমা পরিচালনার মাধ্যমে প্রথমবার পরিচালনার সাথে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা রোজিনা।
কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য মামলা দায়ের করতে গতকাল আদালতে গিয়েছিলেন দেশের শীর্ষ সঙ্গীত তারকা জেমস। গতকাল সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন। এসময় জেমস নিজেও সরাসরি উপস্থিত ছিলেন। তবে আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় গিয়ে মামলা করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া আদালত বলেছেন, থানা যদি মামলাটি না নেয়, তাহলে আবার আদালতে এসে মামলাটি আবেদন করার জন্য। তবে এই বিষয়ে জেমস কোনও মন্তব্য করেননি। তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘আমরা আদালতে গিয়েছি একটি কপিরাইট ইস্যু নিয়ে। আইনি আলাপ করেছি আইনজীবীদের সঙ্গে। কিছু দিকনির্দেশনা পেয়েছি। সে হিসেবে সামনের পরিকল্পনা করছি। জানা যায়, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়ে আইনের আশ্রয় নিচ্ছেন জেমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।