Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতিসংঘ মিশনের মেয়াদ আরো ৬ মাস বাড়ল আফগানিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ এএম

: আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের মেয়াদ আরও ছয়মাস বাড়লো। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল এর অনুমোদন দিয়েছে। গত ১৫ আগস্ট আফগানিস্তান তালেবানের হাতে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এই ঘোষণা এলো। বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের এই ঘোষণার মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতাসীনরা স্বস্তি পাবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির জনগণ মানবিক সহায়তার ক্ষেত্রে সুবিধা পাবে। খবর পাজওয়ক ডটকম’র। খবরে বলা হচ্ছে, আফগানিস্তানে চলমান জাতিসংঘ মিশনের ব্যাপারে সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে কৌশলগত ও কার্যক্রমের সুপারিশের বিষয়ে প্রতিবেদন চেয়েছিলেন। গতকাল শুক্রবার এক বৈঠকে নিরাপত্তা কাউন্সিলের ১৫ সদস্য দেশের প্রতিনিধিরা আফগানিস্তানে মিশনের মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে ভোট দেন। আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। জাতিসংঘের এই সিদ্ধান্তের ফলে এটা স্পষ্ট হল, আফগানিস্তানের শাস্তি ও স্থিতিশীলতায় জাতিসংঘ তার অবদান অব্যাহত রাখবে। ওই বৈঠকে আফগানিস্তানে মানবিক সহায়তা সরবরাহ জোরদার করার ব্যাপারেও বিশ্বনেতারা একমত হন। নিরাপত্তা কাউন্সিল বলছে, মানবিক সহায়তা কার্যকরভাবে বিতরণের জন্য তালেবান সরকারকে সহায়ক ভ‚মিকা পালন করতে হবে। জাতিসংঘের মানবিক সংস্থাসহ সব পক্ষকেই পূর্ণ, নিরাপদ এবং বাধাহীন প্রবেশের অনুমতি দিতে হবে। বৈঠকে আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমনের ব্যাপারেও কথা ওঠে। এর প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে ১৯৯৯, ২০১১ ও ২০১৫ সালে গৃহীত ধারাগুলোর ওপর জোর দেওয়ার কথা বলা হয়। ৮ সেপ্টেম্বর আফগানিস্তানে সরকার গঠন করে তালেবান। তবে সরকার গঠিত হলেও দেশের জনগণ মারাত্মক অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। তালেবান সরকার পড়েছে অর্থ সঙ্কটে। কাবুলের ব্যাংকগুলোর সামনে গ্রাহকরা বহুক্ষণ অপেক্ষা করেও টাকা হাতে পাচ্ছেন না। বহুমুখী সংকটের মধ্যেই তালেবান নেতারা বিদেশিদের প্রতি অর্থ সহায়তা কামনা করেছেন। ইরান ইতোমধ্যে তাদের প্রতিশ্রæতি বাস্তবায়নে ত্রাণবাহী বিমান কাবুলে পাঠিয়েছে। আল-জাজিরা, ডিডবিøউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ