Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সীতাকুণ্ডে সন্ত্রাসীর ছুরিকাঘাতে সাংবাদিক গুরুতর আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছে।আহত অশোক দাস(৩৬)দৈনিক ঢাকা টাইমস পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি।এ ঘটনায় মামলা দায়েরের করা হয়েছে।(১৯সেপ্টেম্বর)রবিবার দুপুরে উপজেলার পৌরসদরের উত্তর বাজারস্থ এলাকায় এ ঘটনা ঘটে।হামলায় আহত অশোক দাস সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক অশোক দাস দৈনিক ইনকিলাবকে বলেন, আমাদের দোকান দখল করার উদ্দেশ্যে ৮/১০জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে । এসময় সন্ত্রাসী কামরুল ও তার অনুসারীদের দোকানে প্রবেশ করতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। এসময় আমার কাকি মা রত্না দাশ আমাকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাঁকেও পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তখন পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দুপুরে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ জানান,সাংবাদিকের উপর হামলার বিষয়টি বাজার কমিটির মাধ্যমে জানতে পেরেছি আমি। এঘটনায় আহত সাংবাদিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাই এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ