Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে বৃষ্টিতে দুর্ভোগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে নগরীর নিম্নাঞ্চলে পানিবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। রাস্তাঘাট, অলিগলিতে পনি উঠে যায়। কোথাও আবার ঘরবাড়ি ও দোকান-পাটেও পানি ঢুকে যায়। কাদা পানিতে সয়লাব হয় নগরীর অনেক এলাকা। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও কর্মজীবী মানুষকে বিপাকে পড়তে হয়।

রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। নালা-নর্দমা পরিষ্কার না থাকায় বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে যায়। নগরীর প্রধান প্রধান সড়কে উন্নয়ন কাজের জন্য খোঁড়াখুঁড়ির কারণে এমনিতেই খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানি জমে সড়কে যান চলাচল ব্যাহত হয়। কয়েকটি এলাকায় দিনভর যানজট লেগে থাকে।
নগরীল ষোলশহর ২নং গেট, মুরাদপুর, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, বাদুরতলা, চকবাজার, কাতালগঞ্জসহ নিম্নাঞ্চলে পানি জমে যায়। পতেঙ্গা আবহাওয়া অফিস গতকাল বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে বৃষ্টিতে দুর্ভোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ