Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্বাচনেও বাজিমাত পুতিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। সেখানেও বাজিমাত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পর্যন্ত পাওয়া ফলাফলের ভিত্তিতে তার দল ইউনাইটেড রাশিয়া ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ৬৪ শতাংশ ব্যালট গণনার পর ইলেকশন কমিশন জানিয়েছে, গণনাকৃত ভোটের প্রায় ৪৮ শতাংশ পেয়েছে ইউনাইটেড রাশিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ২১ শতাংশ ভোট। জাতীয়তাবাদী এলডিপিআর পার্টি পেয়েছে আট শতাংশ ভোট। ফেয়ার রাশিয়া পার্টির ঝুলিতে গেছে প্রাপ্ত ভোটের সাত শতাংশ। ইউনাইটেড রাশিয়ার বাইরে বাকি তিনটি দলও বেশিরভাগ বিষয়ে পুতিন সরকারকে সমর্থন দিয়ে থাকে। আলেক্সি নাভালনির নেতৃত্বাধীন বিরোধীদের কঠোর হাতে দমনের পর রবিবার তিন দিনব্যাপী নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নাভালনি সমর্থক নেতারা জনগণের প্রতি পুতিনের দলকে প্রত্যাখ্যান এবং দলটির বিরুদ্ধে যেখানে যার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে তাকে ভোট দেওয়ার আহবান জানিয়েছিলেন। এমনকি অনেক জায়গায় তারা কমিউনিস্টদেরও ভোট দিতে বলেছেন। তবে বিশেষ করে অনলাইনে নাভালনি সমর্থকদের তৎপরতা বন্ধে সচেষ্ট ছিল কর্তৃপক্ষ। এদিকে সোমবার আংশিক ফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে ইউনাইটেড রাশিয়ার সমর্থকরা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনকে দলের প্রধান কার্যালয়ে সমর্থকদের নিয়ে স্লোগান দিতে দেখা যায়। ৪৫০ আসনের রুশ পার্লামেন্টে বর্তমানে প্রায় তিন চতুর্থাংশই ইউনাইটেড রাশিয়ার নিয়ন্ত্রণে। ২০২০ সালে এই সংখ্যাগরিষ্ঠতার বলে সংবিধানে একটি নতুন সংস্কার আনা হয়। এতে ভ্লাদিমির পুতিনকে আরও দুই মেয়াদে অর্থাৎ, ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রাখা হয়। সমালোচকদের মতে, ওই সংস্কার ছিল পুতিনকে আমৃত্যু ক্ষমতায় রাখার একটি অপকৌশল মাত্র। আরটি, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজিমাত পুতিনের

২১ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ