Inqilab Logo

বুধবার, ২০ অক্টোবর ২০২১, ০৪ কার্তিক ১৪২৮, ১২ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

রাস্তা ও ফুটপাতে শতাধিক অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান সিসিকের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩০ পিএম

সিলেট সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে তৈরি অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ২৬ ও ২৭ নং ওয়ার্ডে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চালায় সিসিক।

অভিযান পরিচালনার সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ৩ মাস আগ থেকে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়। এরপরও কয়েক দফা মাইকিং করা হয়। তবু অবৈধ স্থাপনা লোকজন নিজ উদ্যোগে সরিয়ে না নেওয়ায় পরিচালনা করা হয় এই উচ্ছেদ অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিসিকের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদস্যরা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ