Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইয়াং স্টারের উপস্থাপনায় ইমতু রাতিশ ও রুহানি লাবণ্য

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সঙ্গীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’স্লােগান নিয়ে শুরু হতে যাওয়া রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন মডেল-অভিনেতা উপস্থাপক ইমতু রাতিশ এবং রুহানি লাবণ্য। এতে বিচারকের আসনে বসবেন জনপ্রিয় সুরকার গায়ক ও সঙ্গীত পরিচালক ইবরার টিপু, সঙ্গীতশিল্পী প্রতীক হাসান ও কণ্ঠশিল্পী পড়শী। অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে ইমতু রাতিশ বলেন, আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রেখে চলছে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। আরটিভি আমার ওপর যে দায়িত্ব দিয়েছে আশা করি, তা ভালোভাবে পালন করতে পারবো। রুহানি লাবণ্য বলেন, এমন একটি আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। আমার ক্যারিয়ারে প্রথম কোনো সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শোর উপস্থাপনার সুযোগ পেয়েছি। এজন্য আমি খুবই এক্সাইটেড। এতো বড় একটি আয়োজনের সঙ্গে যুক্ত করার জন্য আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান এবং অনুষ্ঠান প্রধান দেওয়ান শাসমুর রকিবের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্ল্যে, সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিস্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপ ইন্সস্টল করে রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ