Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বায়ু দূষণে শীর্ষে বাংলাদেশ: নেটিজেনদের ক্ষোভ ও উদ্বেগ

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৩ পিএম

বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর রাজধানী ঢাকা সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক গাইডলাইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস-এর গবেষণায় এমন পরিসংখ্যান বেরিয়ে এসেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে নেটিজেনরা।

এই পরিসংখ্যানে বায়ু দূষণে বাংলাদেশের পরেই রয়েছে দক্ষিণ এশিয়ার আরও দু’টি দেশে পাকিস্তান ও ভারত। দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি ও দ্বিতীয় স্থানে লাহোর রয়েছে।

এদিকে ডব্লিউএইচও’র মতে, ঘরে-বাইরে বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মারা যায় ২০ লাখ মানুষ।

বায়ু দূষণ কমাতে অবিলম্বে তৎপর না হলে শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সারের মতো রোগ আরও বিপজ্জনক আকার নিতে পারে বলে সতর্ক করেছেন পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিজ্ঞানীরা।

এ প্রসঙ্গে আসিফ কাওসার ফেইসবুকে লিখেছেন, ‘খুবই স্বাভাবিক ব্যাপার। হবেই তো। ধুলা বালুর শহরে এতটাই বাজে অবস্থা যে, মরুভূমির বুকে ঝড় হলেও বুঝি এত বাজে অবস্থা হয় না।’

মোহাম্মদ শাহাদাত হোসাইন সুমন লিখেছেন, ‘এটাতো মাত্র বায়ু দূষণে প্রথম হবার খবর! বাদ বাকি দূষণগুলোতো পড়েই আছে!’

উদ্বেগ প্রকাশ করে নীরা হক লিখেছেন, ‘বায়ু দূষণ লাস্ট স্টেজে আমরা চলে এসেছি। এখন প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দেশে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।’

এমডি শামসুল আলম লিখেছেন, ‘দেশ হিসাবে আমাদের দেশটা অনেকটা উন্নত হচ্ছে তাহলে বায়ু দূষণের ক্ষেত্রে পিছিয়ে থাকবে কেন? সেজন্য প্রথম স্থানটাও লাভ করে নিয়েছে।’

ক্ষোভ প্রকাশ করে রাজ রায়হান লিখেছেন, ‘আমরা সব দিক থেকে প্রথম। ইন্টারনেট গতি, দুর্নীতি, বায়ু দূষণ, তেলবাজি, ..........’

শাহিন হোসাইনের পরামর্শ, ‘গাড়ি কমাতে হবে, ধুলা বালি পরিষ্কার করতে হবে, কিছু জায়গায় ফ্লাইওভার দিতে হবে... মানুষ যেন শহরমূখী না হয়, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারখানা ঢাকার বাইরে নিতে হবে। ..............’

নাগরিকদের সচেতনার প্রতি জোর দিয়ে এমডি আবদুর রব লিখেছেন, ‘অপরিকল্পিত নগরায়ন বন্ধ করতে হবে। আর সবার আগে নগরবাসীকে পরিবেশ সচেতন হতে হবে। সাধারণ জনগণকে পরিবেশ সচেতন করার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সচেতন নাগরিক তৈরি করতে না পারলে পরিবেশ দূষণ বন্ধ করা কখনও সম্ভব নয়।’

জহিরুল ইসলাম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তবুও আল্লাহর রহমতে বেঁচে আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়ু দূষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ